মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছুটির শেষ দিনেও স্বস্তিতে ঢাকা ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছুটির শেষ দিনে ঢাকামুখি যাত্রীদের চাপ রয়েছে। ছবি: ঢাকা মেইল

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হবে কর্মদিবস। ছুটির শেষ দিনে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। এবারের ঈদে দুর্ভোগহীন ও স্বস্তির সঙ্গে ঢাকা ছাড়েন নগরবাসী। সেই ধারাবাহিকতায় ফেরার পথেও সেই স্বস্তি অব্যাহত আছে।

ছুটির শেষ দিনেও ঢাকামুখি যাত্রীদের কোথাও বড় ধরনের কোনো দুর্ভোগের খবর পাওয়া যায়নি। তবে অন্য দিনের তুলনায় আজ ঢাকামুখি যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে।  


বিজ্ঞাপন


শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে অবস্থান করে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। সবার সঙ্গে পরিবারের লোকজন ও ব্যাগপত্র। তারা জানিয়েছেন, আসতে পথে কোথাও দুর্ভোগে পড়তে হয়নি তাদের। এতে তাদের চেহারায় স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, নেই গাড়ির চাপ

নওগাঁ থেকে আসা এসআর পরিবহনের স্টাফ রবিউল ইসলাম বলেন, ঈদের পরের প্রথম দুই দিন খুব অল্প যাত্রী নিয়ে ঢাকায় আসতে হয়েছে। তবে ৪ ও ৫ তারিখের টিকিট সব আগে থেকে বুকড ছিল। আর আজ ছিল সবচেয়ে বেশি যাত্রীর চাপ।

Dhaka1


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের স্টাফ আহসান আলী বলেন, ঈদের ছুটির সবচেয়ে বেশি চাপ আজকের দিনে। ঈদের আগে থেকে এই দিনের টিকিটের চাহিদা ছিল প্রচুর। তবে আমরা সময় মতো সব বাস ছাড়তে পারছি, এটাই আনন্দের। এবার ঈদে যাত্রীদের সেবায় আমরা সবচেয়ে বেশি কাজ করেছি।

আরও পড়ুন

ঈদের ছুটি: রেস্টুরেন্ট বন্ধ, বুয়া না আসায় বিড়ম্বনায় ব্যাচেলররা

কুড়িগ্রাম থেকে পরিবারসহ ঢাকায় ফিরেছেন রহমত মিয়া। তিনি বলেন, এবার ঈদের যাত্রায় কোনো ভোগান্তি নেই। টিকিট কাটা ছিল। সময় মতো বাসে এসে উঠেছি, আর ভালোভাবেই গন্তব্যে এলাম। তবে যমুনা সেতুর আগে একটু যানজট ছিল। তবে সেটা খুব বেশি না।

সাকিব হোসেন নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী বলেন, এবার ঈদে তেমন কোনো ঝামেলা হয়নি। আগাম টিটিক কাটার সময় একটু কষ্ট হয়েছিল। কিন্তু সেটার কারণে যাওয়া-আসা খুবই সুবিধার হয়েছে।

এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন