মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফাঁকা ঢাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকায় মানুষের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বায়ু দূষণের মাত্রাও। গতকালের তুলনায় আজ শনিবার (০৫ এপ্রিল) ঢাকার বাতাসের মানের অবনতি হয়েছে। 

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, রাজধানী শহরের বায়ুমান ১৫২, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। এক দিন আগে শুক্রবার সকালে ঢাকার বায়ুমান ছিল ১৩৭।


বিজ্ঞাপন


শনিবার বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ৮ম স্থানে রয়েছে। একই সময়ে বায়ুদূষণে শীর্ষে নেপালের কাঠমান্ডু। শহরটির বায়ুমান ২১৬, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। বিশ্বজুড়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ চারে থাকা অন্য শহরগুলো হলো যথাক্রমে— ভারতের দিল্লি (১৯৪), কুয়েত সিটি (১৭২), ভিয়েতনামের হ্যানয় (১৬৪) ও চীনের সাংহাই (১৬০)।

Screenshot_2025-04-05_104938

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।  

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।


বিজ্ঞাপন


ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub