রাজধানীর পল্লবী এলাকায় ফ্লাইওভারে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুরুর দিকে তাদের পরিচয় না মিললেও এখন স্বজনদের খোঁজ মিলেছে। নিহতরা হলো- তোফাজ্জল ও রিয়াদ। তাদের দুজনের বয়স ১৬ বছর।
শুক্রবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় প্রাণ হারানো তোফাজ্জল পল্লবীর মাটিকাটা এলাকার বিএলএফ স্কুলের নবম শ্রেণির ছাত্র। অন্যদিকে রিয়াদ চাঁদপুর সদরের একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করত।
বিজ্ঞাপন
তোফাজ্জল কিশোরগঞ্জের ইটনা উপজেলার রেনু মিয়ার ছেলে। রিয়াদ চাঁদপুর সদরের বিল্লালের ছেলে। রিয়াদের বাবা বিল্লাল দুবাই প্রবাসী।
এই দুর্ঘটনার আগে রিয়াদ বৃহস্পতিবার ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় বেড়াতে এসেছিল রিয়াদ। তার বাসায় একদিন ছিল। পরদিন তারা রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে দুর্ঘটনার স্বীকার হয়।
রিয়াদের মামাতো ভাই রাসেল ঢাকা মেইলকে বলেন, রিয়াদ চাঁদপুর সদর উপজেলার একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত। দুর্ঘটনার আগের দিন বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল। রিয়াদরা দুই ভাই দুই বোন। রিয়াদ দ্বিতীয়।
রাসেল আরও বলছিলেন, ছেলের মৃত্যুর খবর বাবা প্রবাসে বসে শুনেছেন। খুব কান্নাকাটি করছেন। রিয়াদকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। রিয়াদ কোরআনে হাফেজ হবে। কিন্তু দুর্ঘটনা তাদের স্বপ্নকে শেষ হয়ে গেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে তোফাজ্জলের ফুপাতো ভাই দিদার আলম ঢাকা মেইলকে বলেন, তোফাজ্জল মাটিকাটা এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করত। তারা চার ভাই এক বোন।
এ ব্যাপারে পল্লবী থানার এসআই আতিকুর রহমান ঢাকা মেইলকে বলেন, তোফাজ্জল এবং রিয়াদ সম্পর্কে বন্ধু। দুজনে রাতে ঘুরতে বের হয়েছিল। ফ্লাইভারের ওপরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। তোফাজ্জল ফ্লাইওভারের ওপরে ছিটকে পড়ে। তার মোটরসাইকেলের পেছনে বসে ছিল রিয়াদ। রিয়াদ ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের সড়কে ছিটকে পড়ে যায়। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু রাতেই তারা মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনার পরপরই সেই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালককে আটক করার পর আদালতে চালান দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার এসেছে। তবে তারা এখনো কোনো মামলা করবেন কি না জানাননি।
দুই যুবককের একজনকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রকি নামে এক ব্যক্তি জানান, মিরপুর কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজন ফ্লাইওভারের নিচে পড়ে যায় আর অপরজন ফ্লাইওভারে পড়ে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার অফিসার ওসি বলেন, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়াও মোটরসাইকেল চালক ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন। তারা দুজনই মারা গেছেন।
এমআইকে/ইএ