ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মানুষের ঢল নেমেছে। বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছেন নগরবাসী। এতে রয়েছে মানুষের উপচেপড়া ভিড়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, রমনা পার্ক, মিরপুর-১ এর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু পার্ক ও বলধা গার্ডেনসহ রাজধানীর অন্যান্য দর্শকদের প্রচুর ভিড় রয়েছে। ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতি রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। আর কেউ কেউ ঘুরতে এসেছেন পরিবার বা আত্মীয় স্বজন নিয়ে। তাতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।
জানতে চাইলে রাজধানীর যাত্রাবাড়ী থেকে রমনা পার্কে আসা আবুল ফারাহ বলেন, ঈদে অফিস ছুটি রয়েছে। স্ত্রী ও দুই শিশুকে নিয়ে ঘুরতে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে। বাচ্চারা বাসায় বন্দি থাকে, এখন খোলা আকাশের নিচে হাঁটছে।
আরেক দর্শনার্থী আমির হোসেন বলেন, ঘুরার সময় পাই না। আমার বাসা ঢাকাতেই। ঈদে পরিবার পরিজনের সাথে খোলা মনে গল্প করার অফুরন্ত সময় পাওয়া যায়। পার্কে আড্ডার মাধ্যমে বেশ ভালো সময় কাটে।
বিজ্ঞাপন
এদিকে, ঈদ উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না সেজন্য রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এসএইচ/এমএইচটি