ঢালিউড ইন্ডাস্টিতে দীর্ঘ সময় ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। ঢাকাই সিনেমার পোস্টার বয়ের ছবি প্রেক্ষাগৃহে আসলে দর্শকের জোয়ার সৃষ্টি হয়। প্রযোজকের বিনিয়োগ অর্থ নিশ্চিত ঘরে ফেরে। গত কয়েক বছর তার ছবি ছাড়া ঈদ হয় না সিনেমা প্রেমীদের।
একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’ সিনেমা। ইতিমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। যা নেটিজেনদের প্রশংসা পেয়েছে।
বিজ্ঞাপন
আজ সোমবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’
সাদা পাঞ্জাবি ও পয়জামা। চোখে গোল্ডেন-কালো চশমা নজর কেড়েছে নেটিজেনদের। শাকিবের লুকের প্রশংসা করছেন অনুরাগীরা। এই ভক্ত লিখেছেন ‘অনেক সুন্দর লাগছে বস।’ অন্য একজন লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে গর্বের নাম মেগাস্টার শাকিব খান।’
বিজ্ঞাপন
এদিকে, ‘বরবাদ’ এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক।
ইএইচ/