গেল কোরবানি ঈদে সিনেমা হলে ‘তুফান’ তোলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার সবাইকে করবেন ‘বরবাদ’। শাকিবিয়ানরাও মুখিয়ে আছেন ‘বরবাদ’ হতে। এদিকে ‘বরবাদে’র নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন শিগগিরই জ্বলে উঠছে লাইট ক্যামেরা। সেইসঙ্গে চলচ্চিত্রে খাতা খুলছেন নির্মাতা। শুরুতেই সুপারস্টারকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
ঢাকা মেইলকে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘‘আমি খুবই ভাগ্যবান যে আমার প্রথম সিনেমা শাকিব ভাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি। তার কাছে কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে বিশ্বাস করেছেন। আমার সাথে কাজ করতে রাজি হয়েছেন। তাকে যখন গল্প শোনাই তখন এ ছবি নিয়ে যে পরিকল্পনা ছিল এখন তার চেয়েও বড় পরিকল্পনা। এতোটুকু বলতে পারি ‘বরবাদ’ বড় একটি সিনেমা হতে যাচ্ছে। প্রযোজনা সংস্থার কাছে কৃতজ্ঞ। কেননা এই সিনেমার বাজেট অনেক বড়। প্রথম সিনেমায় এরকম বাজেট পাওয়া ভাগ্যের।’’
বিজ্ঞাপন
এদিকে মেহেদী হাসানের ওপর ভরসা করায় শাকিবের কেউ কেউ বিরক্ত। তারা মনে করছেন কিং খানের এটি ভুল সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে করছেন কটাক্ষ। বিষয়টি কীভাবে দেখছেন— জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘এরকম পোস্টের সংখ্যা কম ছিল। নেতিবাচক পোস্ট ৫টি থাকলে ইতিবাচক ছিল ৫০টি। তাছাড়া ভালো কাজ করতে গেলে লোকে দুই কথা বলবেই। বিয়ে করতে গেলেও কিন্তু লোকে দুই-চার কথা বলে। ভেঙেও দিতে চায়। এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছি। মোটেও বিরক্ত হইনি। কেননা কিছু মানুষ নেতিবাচক বলেছে কিন্তু অনেক মানুষ ইতিবাচক বলেছে।’
মেহেদী হাসান হৃদয়ের মাথায় ‘বরবাদ’ ছাড়া কিছু নেই। করছেন না অন্য কাজও। এরকম উল্লেখ করে বলেন, ‘আপাতত কোনো কাজ করছি না। প্রি-প্রডাকশন করেই যাচ্ছি। কীভাবে সিনেমাটাকে ভালো বানানো যায়, কীভাবে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি সেসব নিয়ে ব্যস্ত আছি। কিছু কাজ হাতে ছিল। সিনেমায় সাইনিংয়ের পর সেগুলো শেষ করে দিয়েছি। নতুন কোনো কাজে হাত দিইনি। কেননা একটি গল্পের মধ্যেই থাকতে চাই।’
বিজ্ঞাপন
কী থাকবে ‘বরবাদে’— জবাবে তিনি বলেন, ‘‘এটা পুরোদমে অ্যাকশন ঘরানার গল্প। অ্যাকশনধর্মী গল্পেও কিন্তু প্রেম ভালোবাসা থাকে। ‘তুফান’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমারে’ ছিল। সেরকম প্রেম ভালোবাসা আছে তবে অ্যাকশনই এর প্রাণ। আমার বিশ্বাস এরকম অ্যাকশন এর আগে বাংলাদেশে দেখানো হয়নি।’’
জানা গেছে, ‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ছবিটিতে মারকাটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছে মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে। কোমর দুলুনির জন্য নির্ভর করা হচ্ছে বি-টাউনের ড্যান্স কোরিওগ্রাফার আদিল শেখের ওপর। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।