ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো টিজার পোস্টার দিয়ে নজর কাড়লেও গানের বেলায় সুবিধা করতে পারছিল না। যত্ন-আত্তি, আয়োজনের কমতি না থাকা সত্ত্বেও শ্রোতারা যেন সেভাবে ঝুঁকছিলেন না। সে আক্ষেপ ঘুচল ‘জ্বীন ৩’ সিনেমার গানে। সদ্য প্রকাশিত ‘কন্যা’ গানটি মন ছুঁয়েছে দর্শকের। বুঁদ হয়েছেন তারকারাও।
টিজারেই উৎসবের আবহ মিলেছিল। দর্শকেরও চোখ জুড়িয়েছিল। কেননা ঈদের সিনেমাগুলো ততক্ষণে প্রতিযোগিতা শুরু করেছে ভায়োলেন্স প্রদর্শনে। ঠিক সেসময় ‘কন্যা’র পোস্টার ও টিজার দেয় এক চিলতে স্বস্তি। তাই দেখে নেটিজেনরাও হন আগ্রহী।
বিজ্ঞাপন
গতকাল ১৭ মার্চ প্রকাশ পেতেই ‘কন্যা’র সৌন্দর্যে কান ও চোখ জুড়ায় সকলের। দৃশ্যায়নে ঈদ ও বৈশাখের আমেজ নজর কাড়ে উৎসবপ্রিয় বাঙালী্র। রঙের ছড়াছড়ি মস্তিষ্কে তুলছিল ‘মেলায় যাই রে’র ধুন।
সঙ্গে জমজমাট নেচেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। লাল শাড়িতে ফারিয়া যেমন মুগ্ধতা ছড়িয়েছেন তেমনই সজল দ্যুতি ছড়িয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়নায়।
টিজারের মতো পুরো গানে রঙের আধিক্য দেখা গেছে। সজল-ফারিয়া দুজনের পোশাকেই রঙের ছড়াছড়ি। নেচে মন ছুঁয়েছেন তারা। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন ফারিয়া। সুদর্শন সজলে রঙিন হয়েছে ফ্রেম। সব মিলিয়ে উৎসবের আগেই নেটিজেনদের উৎসবের উন্মাদনায় মাতিয়েছে গানটি।
বিজ্ঞাপন
নেটিজেনদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও বুঁদ হয়েছেন ‘কন্যা’য়। এরইমধ্যে সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, অভিনেতা জায়েদ খান, সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা, আসিয়া ইসলাম দোলা, দৃষ্টি তালুকদার, আঁখি আলমগীর, তরিক মৃধা, সুরকার নাভেদ পারভেজ, গীতিকার আহমেদ রিজভী প্রমুখ।
মাহি নিজের ফেসবুকে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন। লিখেছেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত!’
বড়পর্দায় সজলের ফেরায় সন্তুষ্ট মেহজাবীন। তার কথায়, ‘অসাধারণ গান! সজল নূর ভাইয়াকে বড় পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগল!’
তানজিন তিশা দর্শকদের সবাইকে ‘কন্যা’ গানটি দেখার পাশাপাশি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানের। কথা, গায়কী ও সুরের সমন্বয় কন্যাকে পৌঁছে দিয়েছে আনাচ-কানাচে।
‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।