সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের নাম লেখানোর গল্প নতুন না। এবার ভারতেও এরকম দেখা গেল। দেশটির নারী পুলিশ সদস্য সায়ন্তী ডান্স বাংলা ডান্স ২০২৫-এর সিজনে নাম লিখিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ডান্স বাংলা ডান্সের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, সায়ন্তীর কাছে শুভশ্রী প্রশ্ন করছেন, ‘তোমার পড়াশোনা কমপ্লিট?’ তাতে সকলকে অবাক করে ওই প্রতিযোগী বলেন, ‘তিনি লেডি কনস্টেবল’। শুনে রীতিমতো অবাক হন সেটের সবাই।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বর্তমানে আমি লেডি কনস্টেবল। হেয়ার স্ট্রিট থানায় আছি। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করছি।’
এরপরই অভিনেত্রী প্রশ্ন করেন, ‘যদি তুমি সিলেক্ট হয়ে যাও, তাহলে তোমার পুলিশের চাকরিটা কী হবে?’
জবাবে সায়ন্তী বলেন, ‘আমি এখানে বলে রাখতে চাই, আমার ডিপার্টমেন্ট, গোটা কলকাতা পুলিশের সকলে, আমার নিজের থানার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, অন্য সিনিয়রসরা, প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ এসব কালচারাল বিষয়ে’।
আরও বলেন, ‘আমারা যেহেতু ফোর্সের আন্ডারে, সমস্তটাই প্রোটোকল মেনে হয়, দুর্গাপূজায় আপনারা সবাই জানেন, প্রত্যেকে আনন্দ করে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমার সেই গতবছরের পূজায় ছুটিটা জমিয়ে রাখা ছিল। আমরা পরে একটু ছুটি পাই, সেটা নিয়ে এখানে আসা হয়েছে, অবশ্যই ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে।’
বিজ্ঞাপন
জি বাংলায় চলছে ডান্স বাংলা ডান্স-এর আসর। শুরু হয়েছে ৮ মার্চ থেকে। বিচারকের আসনে আগের মতোই মহাগুরুর চেয়ারে মিঠুন চক্রবর্তী। এছাড়াও আছেন যিশু-অঙ্কুশ-শুভশ্রী-শ্রাবন্তী।