বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

৪৩-এ চলে গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কানজয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

প্রথমে খবরটি জানায় এমিলির পরিবার ও এজেন্ট। ক্যানসারে ভুগছিলেন এমিলি। বিষয়টি নিজেই জানিয়েছিলেন। তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তার দুই বছরের ‘লড়াই’। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটে গেল বছর। অসুস্থতা বৃদ্ধির পাশাপাশি চলাফেরার ক্ষমতাও হারান অভিনেত্রী। 

emily-1742211031

১৯৯৯ সালে কানে শ্রেষ্ঠত্বের পুরস্কার পান এমিলি। ‘রোসেত্তা’ সিনেমাটি তার ঝুলিতে পুরস্কার এনে দেয়। জোটে তারকাখ্যাতিও। 

ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন এমিলি। তবে তাকে বেশি দেখা গেছে ফরাসি ভাষার সিনেমায়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ অন্যতম।

এমিলিকে শেষ দেখা যায় ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পায় এটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub