নারী-পুরুষের সমতায় বিশ্বাসী কঙ্কনা শর্মা। পাশাপাশি পিতৃতান্ত্রিকতায়ও ঘোর আপত্তি অভিনেত্রীর। সম্প্রতি ফের বিষয়টি নিয়ে তোপ দাগলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
একটি ব্র্যান্ডের প্রচারে গতকাল সোমবার কলকাতায় আসেন কঙ্কনা। প্রচারের অংশ হিসেবে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতার পাঠ পড়ানোর বিষয়ে নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী। সেখানেই ‘প্রচলিত’ পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলেন।
কঙ্কনার কথায়, ‘আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে নারীরাই রান্নাঘরের কাজ করবেন, বাড়ির পরিচ্ছন্নতা রক্ষা করবেন। পুরুষরা খালি খাবার খেয়ে উঠে যাবেন। থালাটিও পরিষ্কার করেন না! এই বিষয়টা নিয়ে আমার ঘোর আপত্তি রয়েছে।
এরপর বলেন, আমি নিজে নিজের সমস্ত কাজ করতে পছন্দ করি এবং ছেলেকেও সেই শিক্ষা দিচ্ছি। পরিচ্ছন্নতা বিষয়টা কখনও নারীকেন্দ্রিক হতে পারে না। নারী পুরুষ নির্বিশেষে সকলের তা মানা উচিত।’
এ সময় ব্যক্তিজীবনও টেনে আনেন কঙ্কনা। তিনি বলেন, “আমার ছেলের বয়স এখন ১৪ বছর। আমি নিজের ছোটবেলা থেকে আমার মায়ের কাছে যা কিছু ভালো অভ্যাস শিখেছি সেই সবই ছেলেকে শেখানোর চেষ্টা করি। আমার মা একাধারে একজন পরিচালক, অভিনেত্রী, সম্পাদিকা এবং সেই সঙ্গে তিনি একজন গৃহকর্মে পটু মাও বটে। ছোট থেকে দেখেছি মা একই সঙ্গে ঘর বাইরে দুটোই সামাল দিচ্ছেন। তিনি নিজে খুব ভালো রান্নাও করেন।”