তেলুগু চলচ্চিত্র অভিনেতা বিশ্বক সেনের বাড়ি থেকে লাখ লাখ টাকার গয়না ও নগদ টাকা চুরি হয়েছে। রোববার (১৬ মার্চ) ভোরে হায়দ্রাবাদের ফিল্ম নগরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অভিনেতার বাবা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় অভিনেতার বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়েছে, বিশ্বকের বোন যখন ঘুমাচ্ছিলেন, তখন তার বাসার তৃতীয় তলার শোবার ঘর দিয়ে চোর বাড়িতে প্রবেশ করে। ঘুম থেকে উঠে দেখতে পান ঘরবাড়ি সম্পূর্ণ এলোমেলো এবং মূল্যবান জিনিসপত্র হীরার আংটি, লাখ লাখ টাকার গয়না এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা চুরি হয়েছে।
‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ সৃষ্টির গল্প বিকৃতির অভিযোগ
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ একটি মোটর বাইকে করে এসেছিল। গেট খুলে সরাসরি সে তৃতীয় তলায় প্রবেশ করে। ঘরের ভেতরে প্রায় ২০ মিনিট অবস্থান করে এবং পরে অজ্ঞাত স্থান দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, সবশেষ ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল বিশ্বক সেন অভিনীত সিনেমা ‘লায়লা’। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি।