সারাদেশে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার মধ্যে বিক্ষুব্ধ জনতা শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলক্ষেতে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬/১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানা ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন। পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এ ঘটনায় সেই ধর্ষণকারীকে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে তারা তাকে পিটুনি দেয়।
ডিউটি অফিসার বলেন, ঘটনাস্থলে এখন ওসিসহ পুলিশ কর্মকর্তারা রয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।
এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআইকে/জেবি