ক্যারিয়ারের শুরুটা খলনায়ক হিসেবে হয়েছিল শাহরুখ খানের। ‘বাজিগর’ ছবির নেতিবাচক সে চরিত্রটি এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর কখনও এন্ট্রি হিরো হয়ে পর্দায় ধরা দেননি শাহেনশাহ। বি-টাউনে পথচলার দীর্ঘসময় পর খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
বিজ্ঞাপন
শোনা যাচ্ছে, শাহরুখকে খল হিসেবে দেখা যাবে দক্ষিণী সিনেমায়। তাকে এমন অবতারে নিয়ে আসছেন ‘পুষ্পা’র পরিচালক সুকুমার। সঙ্গে রাখবেন ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনকেও। এ ছবিতে নায়কের চরিত্রে দেখা যেতে পারে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সুকুমার পরিচালিত এ ছবিতে গ্রামের মেঠো চরিত্রে দেখা যাবে শাহরুখকে। গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় ‘অ্যান্টি হিরো’র চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিজ্ঞাপন
খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যম তোলপাড়। ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। অনেকে বলছেন, শাহরুখের ‘ডন’ কিংবা ‘রইস’-এর মতো ভয়ংকর রূপের সঙ্গে আল্লুর ‘পুষ্পা’ স্টাইল পর্দায় ঝড় তুলবে। ‘ভিলেন ভার্সেস ভিলেন’ লড়াই শেষ পর্যন্ত কে জিতবে, তা সময়ই বলে দেবে।
বলে রাখা ভালো, শাহরুখ এর আগেও দক্ষিণী পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। মণিরত্নমের ‘দিল সে’, অ্যাটলির ‘জাওয়ান’।
আরআর/ইএইচ