শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে বখাটে আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। জীবিকার তাগিদে মেয়েটির মা চট্রগ্রামে পোশাক শ্রমিকের কাজ করেন। মেয়েটি বাড়িতে তার স্বজনদের কাছে থেকে লেখাপড়া করছে। মাদরাসায় আসা-যাওয়ার পথে ওই মেয়েটিকে বখাটে আনোয়ার প্রায় সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গতকাল সোমবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হয়। এর আগে থেকেই ওত পেতে থাকা আনোয়ার ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা পুলিশকে অবগত করে। মঙ্গলবার অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে বখাটে আনোয়ারকে আটক করে। এ সময় ওই ছাত্রীকে  উদ্ধার করে।

আরও পড়ুন

আখাউড়ায় কিশোরী ধর্ষণের ভিডিও ফেসবুকে

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub