শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, কারণ কী?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১০:০৫ এএম

শেয়ার করুন:

loading/img

বিশ্ববাজারে স্বর্ণের দাম তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২০ মার্চ, ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার কমানোর সম্ভাবনার কথা বলার পর স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এছাড়া চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে স্বর্ণের প্রতি আগ্রহ আরও বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৯ দশমিক ৮৯ ডলার হয়েছে। দিনের শুরুতে এই দাম ছিল ৩ হাজার ৫৫ দশমিক ৯৬ ডলার। অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৮ ডলার হয়ে চলছে।


বিজ্ঞাপন


হেরিয়াস মেটালস হংকং লিমিটেডের জেনারেল ম্যানেজার ডিক পুন জানান, ‘অনিশ্চিত বাজার পরিস্থিতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা, দুর্বল মার্কিন ডলার এবং সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে।’

এদিকে, ফেডারেল রিজার্ভ ২০২৫ সালের শেষে দুটি সুদের হার কমানোর সম্ভাবনা প্রকাশ করেছে, যা স্বর্ণের দাম বাড়ানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। এর পাশাপাশি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম আরও বেড়েছে, যার ফলে ২০২৫ সালে স্বর্ণের দাম ১৬ বার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার মধ্যে ৪ বার তা ৩ হাজার ডলারের ওপরে গেছে।

জার্মানির হেরিয়াস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জাম্পফে বলেন, ‘ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক বাজারের অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন স্থিতিশীলতার জন্য স্বর্ণে বিনিয়োগ করছেন।’ তার মতে— স্বর্ণের দাম বাড়ানোর এই প্রবণতা এখনও শেষ হয়নি।

গত ১৭ মার্চ গাজায় ইসরায়েলি হামলার প্রভাবে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেয়েছে। ক্যাপিটাল ডটকমের আর্থিক বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘ইসরায়েলি বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে, যা স্বর্ণের দাম বাড়াতে সহায়ক হবে।’


বিজ্ঞাপন


বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ানোর ফলে তা দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। গত ১৮ মার্চ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা।

এ বছর দেশের বাজারে মোট ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১১ বার দাম বৃদ্ধি পেয়েছে। তবে, রুপার দাম এখনও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়, যা আগের মতোই রয়েছে।

এভাবে, স্বর্ণের দাম বাড়ানোর এই চলতি প্রবণতা দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে এবং যেকোনো সময় দাম আরও বাড়ানো হতে পারে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর