সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট ) সকাল ১০টায় লক্ষ্মীছড়ি সদরে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
এতে বক্তব্য দেন লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুভাষ চাকমা, নিল কুমার কার্বারী পাড়ার প্রবীণ বাসিন্দা গুরি মোহন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি পাইচি মার্মা।
সাবেক মেম্বার সুভাষ চাকমা বলেন, আমরা সাধারণ জনগণ শান্তি চাই, সংঘাত চাই না। ভাইয়ে ভাইয়ে সংঘাত জাতি ও জনগণের কোনো সুফল বয়ে আনতে পারে না। তাই অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জেএসএসসহ সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি।
পিসিপি নেতা প্রাঞ্জল চাকমা বলেন, ইউপিডিএফ সবসময় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, ভাইয়ে ভাইয়ে মারামারি করলে চুক্তিও বাস্তবায়ন হবে না, অধিকারও আদায় হবে না। তাই চুক্তি বাস্তবায়ন কিংবা অধিকার আদায়ের জন্য একতাবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই