পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার সেগুনবাগিচা এলাকায় ‘বাংলাদেশের জনগণ’ নামক সংগঠনের উদ্যোগে একটি গরু জবাই করে জিয়াফত আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এই গরুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন কিছু ধর্মপ্রাণ মুসলমান ও মসজিদের ইমামরা।
আয়োজকরা দাবি করেছেন, পহেলা বৈশাখ উদযাপনের নামে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের ভাষায়, 'বাংলাদেশের জনগণ' সংগঠনটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সুরক্ষায় এই জিয়াফত আয়োজন করেছে।
বিজ্ঞাপন
তবে, এই কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার অভাব হিসেবে দেখছেন। অন্যদিকে, আয়োজকরা তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, ‘বৈশাখী জেয়াফত’ কেবল একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং এটি সাংস্কৃতিক পুনর্গঠনের আহ্বান।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজনের সঙ্গে এই জিয়াফতের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তারা স্পষ্ট করেছেন, শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল বাংলা নববর্ষের আনন্দ উদযাপন।
এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে, এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও নিজেদের সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবে। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচি পরিচালনা করার কথা জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
এআইএম/এইউ