সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে মঞ্চস্থ হলো নাটক ‘আপন দুলাল’

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কাপাসিয়ায় অবশেষে মঞ্চস্থ হলো নাটক ‘আপন দুলাল’। নাটকটি মঞ্চায়ন নিয়ে নানা নাটকীয়তার পর শনিবার (৫ এপ্রিল) সকালে নাটক প্রদর্শিত হয়।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে আয়োজিত নাটকটি দেখতে ভিড় করেন স্থানীয় সংস্কৃতি কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।


বিজ্ঞাপন


দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক বলেন, গ্রাম বাংলার সাড়া জাগানো ঐতিহাসিক যাত্রাপালা মাতৃহারা এতিম দু’টি সন্তানের করুন কাহিনী অবলম্বনে পল্লী কবি জসীম উদ্দিন রচিত ‘আপন দুলাল’ নাটকটি শনিবার সকালে মঞ্চায়ন করা হয়েছে। নাটকটি দেখতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

FB_IMG_1743859731914

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, যেহেতু একটি ঘটনার উৎপত্তি হয়েছে তাই নিরাপত্তার স্বার্থে পুলিশ আপন দুলাল মঞ্চস্থের সময় নিরাপত্তা দিতে পুলিশের টিম উপস্থিত ছিল। এছাড়া কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিসহ স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবেই নাটকটি মঞ্চায়ন হয়েছে।

জানা গেছে, গেল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল।  এজন্য  মাসখানেক ধরে রিহার্সেল চলছিল এবং এটি ছিল ৫২ বছর ধরে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিক একটি অংশ। প্রতি বছর সংস্কৃতিকর্মীদের আয়োজনে রানীগঞ্জ উদয়ন সংঘ স্থানীয় মাঠে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছে। এবার ছিল তাদের ৫২তম আসর। তবে নানা নাটকীয়তার পর শনিবার মঞ্চস্থ হয় নাটকটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জিসিসির ৬০ লাখ টাকার অনিয়ম আটকে দিলেন প্রশাসক

এ ব্যাপারে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেন, কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে। মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে। ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেয়ার কথা বলা হলো। অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন, ওই স্টেজ বানানোই হয়নি। এবং তারা পরিষ্কার বলেছেন, স্থানীয় সিনিয়র-জুনিয়রের বিরোধে এটা ঘটেছিল। কোনো মুসল্লি হুমকি দেয়ার প্রশ্নই আসে না। আজীবন নাটক নিষিদ্ধ তো দূরের কথা ইমাম স্পষ্ট বললেন, তিনি এরকম কোনো কথাই বলেননি। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহঅবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।

FB_IMG_1743859739297

সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।

যাইহোক, স্থানীয় জনগণ, পলিটিক্যাল স্টেকহোল্ডারস, ইউএনও, পুলিশ এবং সবার সহযোগিতায় দ্রুততার সঙ্গে এটা সমাধান হলো। আজকে নাটকটা অভিনীত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ, ছুটি ভুলে কাজ করার জন্য।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন