নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে মো. শাহাদাৎ হোসেন রাজু, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন ও অর্থ সম্পাদক বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজে সংগঠনের উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের ভোট গ্রহণ করেন।
বিজ্ঞাপন
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মোট নয়টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দু’টি পদে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দু’টি পদেই উন্মুক্ত প্রার্থিতা রেখে সদস্যরা গোপন ব্যালটে তাদের পছন্দের ব্যক্তিদের নাম লিখে মতামত ব্যক্ত করেন। সকলে দেওয়া ভোটের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, শিরোনাম প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নরসিংদীর খাস খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কবির হোসেন।
আরও পড়ুন
বাকি ৭টি উপস্থিত সদস্যদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে ওই সব পদের জন্য সদস্য নির্বাচিত করা হয়। ওই ৭টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাংলার নবকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, সহ-সভাপতি পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম মিয়া, যুগ্ম সম্পাদক পদে কালের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিডিয়া) প্রতিনিধি সুজন বর্মন দীপ, কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের জেলা প্রতিনিধি বাকি বিল্লাহ, দফতর সম্পাদক পদে আমার দেশ পত্রিকার রায়পুরা প্রতিনিধি এম আজিজুল ইসলাম, কার্যনিরবাহী সদস্য দু'টি পদে নির্বাচিত হন স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম ও কালবেলা পত্রিকার বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান।
৯ সদস্য বিশিষ্ট নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস