বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবার ঘরবাড়িসহ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন বিধবা নারীর ঘরবাড়ি, আসবাবপত্র এবং নগদ অর্থ।
ক্ষতিগ্রস্তরা হলেন- কৈগাড়ী পূর্বপাড়া এলাকার আমেনা বেগম, সাফিয়া বেগম ও হামিদা বেগম। তারা সবাই বিধবা এবং পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। অন্যের জমিতে ঘর তুলে টিকে ছিলেন কোনো রকমে। ক্ষুদ্র একটি টং দোকানে শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তারা ছুটে আসেন। তবে প্রচণ্ড তাপের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই সব পুড়ে যায়। কোনো কিছুই ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন দেখে দৌড়ে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো কিছুই নেই। আমরা খুব গরিব-অসহায়, এখন একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর চেষ্টা করলেও শহরের যানজটের কারণে কিছুটা দেরি হয়েছে। তবে পৌঁছেই আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিনিধি/এসএস