শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

দেশে এসে ঈদ করা হলো না প্রবাসী বোরহানের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের মিরসরাইয়ে আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম বোরহান উদ্দিন (৪০)। তিনি উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শেখ কলিম উদ্দিন ক্বারী বাড়ির শেখ আবু বক্কর সিদ্দিক প্রকাশ কেনু মোল্লার ছেলে। ঈদ উদযাপন করার জন্য বোরহান আট দিন আগে বিদেশ থেকে দেশে আসেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বোরহান সোমবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে বসতঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব কুমার দে জানান, পরিবারের লোকজন সকালে মৃত অবস্থায় বোরহান নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তিনি মারা গেছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন