ঈদযাত্রায় দেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে প্রায় ৩০ হাজার গাড়ি চলাচল করে।
এবারের ঈদে টানা ৯ দিনের ছুটির কবলে পড়েছে দেশ। তবে ঈদযাত্রার তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যানবাহনের চাপ থাকলেও যানজট নেই দেশের এই গুরুত্বপূর্ণ মহাসড়কে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ মার্চ) ঢাকা থেকে কুমিল্লায় আসা গাউস পেয়ারা খান জানান, হাইওয়েতে কোনো যানজট নেই। ঢাকার অভ্যন্তরে যানজট রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট দেখিনি।
চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসা তাইফুর ঢাকা মেইলকে বলেন, চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে কোনো যানজট চোখে পড়েনি। ঈদ উপলক্ষে আমরা যে যানজট হবে ভেবেছিলাম তা নেই। নির্ধারিত সময়ে বাড়ি আসতে পেরে ভালো লাগছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা মেইলকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত সীমানার ১২ স্থানকে যানজটের হটস্পট ঘোষণা করা হয়েছে। যানজটের ওই ১২টি হটস্পটে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশের সদস্য, র্যাবের সদস্য, জেলা পুলিশের সদস্য এবং রোভার স্কাউটের সদস্যরা যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা মেইলকে বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ঈদ শেষ করে মানুষ বাড়ি থেকে ফেরা পর্যন্ত সব কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/জেবি