পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ থাকছে আমদানি-রফতানি। শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হয়ে আগামী ৫ এপ্রিল পর্যন্ত চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) এই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
ইতোমধ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবদুল মালেক খানের সই করা সিএন্ডএফ কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত একটি চিঠি বাংলাবান্ধা শুল্ক স্টেশন ও স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং লোড-আনলোডের দুটি শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত মোট ৮ দিন বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আগামী ৬ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ফিরোজ কবীর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী নাগরিকদের পারাপার স্বাভাবিক থাকবে।
প্রতিনিধি/এজে