সিলেটের বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানিয়েছেন র্যাব: ৯-এর অধিনায়ক মঞ্জুর করিম।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালায় র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মো. সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির ওরফে কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মো. শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মো. বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।
র্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে এই বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। গ্রেফতাররা চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগাড় করতেই এই অপকর্ম চালাতো বলে তারা র্যাবের কাছে জানিয়েছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/ এমইউ