সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

উত্তরের পথে জনস্রোত, গাড়ির চাপ থাকলেও মহাসড়কে নেই জট

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে টানা ৯ দিনের ছুটি কাটাতে গ্রামের পানে ছুটছেন মানুষ। ছুটির প্রথম দিনেই উত্তরের পথে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। যাত্রীচাপ বেড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও।

হঠাৎ কয়েকগুন যাত্রী বেড়ে যাওয়ায় যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। তবে পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টার কারণে অনেক স্থানে গাড়ি ধীরগতিতে চললেও তেমন জট তৈরি হয়নি। যাত্রীরা স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে যাচ্ছেন।


বিজ্ঞাপন


dhaka-3শুক্রবার সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে।

মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে দ্বিগুণ হয়েছে যানবাহনের সংখ্যা। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। যানবাহনে করে গন্তব্যে যাচ্ছে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষরা। পাশাপাশি যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার।

dhaka-2মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে।

গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এর ফলে এই পয়েন্টে কিছুটা ধীরগতিতে চলছে গাড়ি।

Dhaka

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অশোক কুমার পাল বলেন, ‘ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।’

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub