বাগেরহাটের মোরেলগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ২৮ ইঞ্চি উচ্চতার ৩৪ বছরের মিলি আক্তারের পাশে দাঁড়িয়েছেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিলির বাড়িতে ঈদ সামগ্রী, দুটি ছাগল ও নগদ অর্থ নিয়ে হাজির হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
বিজ্ঞাপন
মিলির ইচ্ছা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিলিকে দুটি ছাগল, ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে বলেন, আমাদের স্থান থেকে পরবর্তীতেও মিলিকে সাহায্য অব্যাহত থাকবে।
এসময় মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির ও এনজিও প্রতিনিধি তার সঙ্গে ছিলেন।
এ আগে, মিলির দুরবস্থা ও ভবিষ্যৎ নিয়ে বিপাকে তার পরিবার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
মিলি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের ফরিদা ইয়াসমিনের মেয়ে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে