শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে ঈদ বাজার পেল ২৬০ পরিবার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে হত-দরিদ্র ২৬০ পরিবারকে ঈদ বাজার উপহার দিয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ বাজার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসব ঈদ বাজারের মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি পোলার চাল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, সেমাই ২ প্যাকেট, মিশ্রি দেড় কেজি, ২৫০ গ্রাম মরিচ ও হলুদের গুঁড়া, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, গুড়া দুধ, সোয়াবিন তেল, মসলা, লবন, ১টি সাবান, একটি মুরগীসহ নগদ দুই হাজার টাকা তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ২০১৩ সাল থেকে ফেসবুক থেকে অর্থ সংগ্রহ করে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরের বিধবা, অন্ধ, শারীরিক প্রতিবন্ধী ও দুস্থদের ঈদ বাজার তুলে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন