ঝালকাঠির নলছিটি উপজেলার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের সুবিধা বঞ্চিত ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবার।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৫০০ পরিবারের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপের অ্যাডমিন এবং নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এসময় মডারেটর হাসান আরেফিন, তুহিন মিত্র, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন, রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ঈদ সামগ্রী প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, ট্যাং ও পোলাউ চাল, লবন, কিসমিস, বাদাম।
ফেইসবুক গ্রুপের অ্যাডমিন মেহেদী হাসান বলেন, নলছিটি পরিবারের কিছু স্বচ্ছল দাতা সহযোগিতা করে। সেই সহযোগিতা ভলান্টিয়ারদের মাধ্যমে চাহিদা প্রত্যাশী মানুষের কাছে উপহাররটা পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে উপহারের ভিতর কিছু নিত্য প্রয়োজনীয় খাবারের চাহিদা থাকে সেগুলো পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও নলছিটি পরিবার কিছু অলাভজনক কাজ করে থাকে। যেমন, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও বেকারত্ব দূর করতে সবসময় কর্মসংস্থানের চেষ্টা করে গ্রুপটি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি