সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফ্যাসিস্টদের প্রশ্রয়দাতাদের জনতার আদালতে বিচার হবে: চন্দন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, কিছু রাজনৈতিক দল যাদের জনসমর্থন নেই তারা ফ্যাসিস্ট দোসরদের দলে টেনে সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। ফ্যাসিস্টদের প্রশ্রয়দাতাদের জনতার আদালতে বিচার হবে। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আক্কেলপুর পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ওবায়দুর রহমান চন্দন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার কিছু অর্বাচীন বালক সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করছে। তাদের হুঁশিয়ার উচ্চারণ করে বলেন সেনা বাহিনী কে জনগণের মুখোমুখি করার চেষ্টা করবেন না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রফিকুল ইসলাম চপল, জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম রুবেল,সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ প্রমুখ। 

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub