সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জে মধ্যরাতে কোস্টগার্ডের অভিযানে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার থেকে সোমবার (২৪ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সদর উপজেলার সিপাহিপাড়া ও মিরকাদিম এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টায় কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমানের নেতৃত্বে জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ অভিযানে ৩টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে তল্লাশি চালিয়ে ৪ কোটি ৯৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। 

যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা । তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub