ফেনীতে অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের দায়ে চাঁনতারা সেমাই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ি সংলগ্ন কারখানায় এ অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদফতর।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের সময় সেমাইয়ের অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে ফেনী শহরের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করে বাজারজাত করে আসছে একটি চক্র। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামপুর এলাকায় অভিযান চালায় এনএসআই ও ভোক্তা অধিকার। এসময় লাইসেন্স না নিয়েই চাঁনতারা সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের অপরাধে মো. রাশেদকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফিনসহ এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
প্রতিনিধি/এজে