সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদকবিরোধী অভিযান: যুবদল নেতা পালিয়ে গেলেও বাবা-সহযোগী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনকে গ্রেফতারে অভিযানে গেলে তিনি পালিয়ে যান। এসময় তার বাবা ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনের বাবা কাজী রাইসুল হক, একই এলাকার মহাদেব।

জানা গেছে, কাজী রাব্বি হোসেন একজন চিহ্নিত ইয়াবা, ফেনসিডিল কারবারি ও চিহ্নিত চাঁদাবাজ। তিনি দীর্ঘদিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত এবং কালিগঞ্জে ইয়াবার খুচরা ও পাইকারি মাদকসেবীদের কাছে নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছেন।

আরও পড়ুন

রংপুরে সেনাবাহিনীর পোশাকে ভুয়া মেজরসহ আটক ৫

এমন সংবাদে ক্যাম্প কমান্ডার কালিগঞ্জ আর্মি ক্যাম্প মৌতলায় উক্ত ইয়াবা কারবারি ও চাঁদাবাজের বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা কারবারি পালাতে সক্ষম হলেও সহযোগী তার বাবা কাজী রাইসুল হক এবং একজন খুচরা ক্রেতা মহাদেবকে হাতেনাতে নাটক করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন


পরবর্তীতে ইয়াবা কারবারি কাজী রাব্বির বাসা তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, ১৫ পিস ইয়াবা সেবন করার কলকি, ৫টি গ্যাস লাইট, ২টি সিরিঞ্জ, ১টি রামদা, ১টি ২৪ ইঞ্চি স্টিলের পাইপ, ৫টি মোবাইল এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত অপরাধীদের উল্লিখিত প্রমাণাদিসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন