সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

আটপাড়ায় নবজাতককে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি প্রতীকী

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাসের এক নবজাতকের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  গত রোববার (২২ মার্চ) সকালে উপজেলার গোয়াতলা গ্রামের শাপলা আক্তার তার দুই মাস বয়সী ভাগনে মুনতাহাকে সর্দি-কাশির সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির জন্য অ্যামক্সিসিলিন পিডি ড্রপসহ আরও তিনটি ওষুধ প্রেসক্রাইব করেন। হাসপাতাল থেকে ওই ওষুধগুলোর মধ্যে দু’টি অ্যামক্সিসিলিন পিডি ড্রপ সরবরাহ করা হয়।


বিজ্ঞাপন


তবে বাড়িতে ফিরে নবজাতকের ফুফু দেখতে পান, সরবরাহকৃত ওষুধের মেয়াদ এক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। বিষয়টি জানার পর শিশুটির পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন স্থানীয় লোকজন ও সাংবাদিকদের তিনি বিষয়টি অবহিত করেন। 

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শিশুটির ফুফু শাপলা আক্তার বলেন, "একটি সরকারি হাসপাতালের লোকজন কতটা দায়িত্বজ্ঞানহীন হলে মাত্র দুই মাসের একটি শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিতে পারে? এই ওষুধ যদি আমি খাওয়াতাম, আর যদি শিশুর কিছু হয়ে যেত, তবে এর দায় কে নিতো?"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন,"আমাদের হাসপাতাল থেকে কখনও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হয় না। এটি হয়ত আমাকে ফাঁসানোর জন্য সাজানো নাটক। তবে আমি ফার্মাসিস্টদের আরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি, যেন এ ধরনের অভিযোগ আর না ওঠে।"

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub