বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দেখে গুড়া মরিচ ও হলুদের কারখানা বন্ধ করে মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। রবিবার দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অবস্থিত ‘বগুড়া হলুদ ঘর’ নামক কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালায়। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং পঁচা মরিচ ও হলুদ গুড়া করতে দেখা যায়। এসময় আনুমানিক ১৪০ কেজি পঁচা মরিচ ও হলুদ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযুক্তদের বক্তব্য অনুযায়ী, পঁচা মরিচগুলো ‘দোলন মুদি স্টোর’ এর ছিল। পরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং পঁচা মরিচ ও হলুদ গুড়া করার অপরাধে ‘বগুড়া হলুদ ঘর’কে ২৫ হাজার টাকা এবং ‘দোলন মুদি স্টোর’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় ফতেহ আলী বাজারে বেশ কয়েকটি গুড়া মরিচ ও হলুদের কারখানা মালিক ও শ্রমিকরা পালিয়ে যান, যার কারণে অন্যান্য কারখানায় অভিযান চালানো সম্ভব হয়নি।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান নেতৃত্ব দেন। এসময় জেলা পুলিশের একটি টিমও তাদের সাথে ছিল।
প্রতিনিধি/একেবি