মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়াকে ধর্ষণ ও মৃত্যুর বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি শহরের প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমার সঞ্চালনায় বক্তব্য দেন - জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথৈয়াই চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন, জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার।
বক্তারা বলেন, সারাদেশে নারীদের প্রতি সহিংসতা চলমান রয়েছে। ধর্ষণকারীদের গ্রেফতার করে তাদের বিচারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিনিধি/ এমইউ