খাগড়াছড়িতে নানান আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উপদযাপন হয়েছে।
রোববার (২৩ মার্চ ) দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
খাগড়াছড়ি বিভাগীয় বন বিভাগের বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা এর সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্ণবাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সম্পাদক সম্পাদক এইচ এম প্রফুল্ল, যুগ্ন-সাধারণ সম্পাদক সমির মল্লিকসহ সচেতন ব্যক্তি বর্গ।
প্রতিনিধি/একেবি