জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রোববার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রজনতা।
মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমের রাজনীতির সাথে যুক্ত। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতা রাজপথে থাকবে। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলায় ঠাঁই হবে না।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রজনতার রক্তের ওপর বসে রয়েছে। রাষ্ট্র সংস্কারের আগে দেশের রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা প্রয়োজন। আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা সম্ভব হয়নি সরকার দ্বারা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে পারলে চেয়ার ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের জেলা শাখার সম্মনয়ক হোসাইন, রাবিক, মিনহাজ, তাওহীদ, সাদিয়া সহ অন্যান্যরা।
প্রতিনিধি/একেবি