সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছাত্রদল নেতার খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার 

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল হাসান জাবেদের শয়নকক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ফেনীর দাগনভূঁইয়া পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার মৃত রেজাউল হকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় রেজাউল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের শয়নকক্ষের খাটের পাটাতনের নিচ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে বিষয়টি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অপকর্মের হোতা মো. আশরাফুল হাসান জাবেদ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, দাগনভুঁইয়া উপজেলা ছাত্রদল নেতা জাবেদের বাসা থেকে বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub