শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্ব পানি দিবস: পৃথিবীতে দিনে দিনে মিষ্টি পানির পরিমাণ কমে যাচ্ছে

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

‘গ্লোসিয়ার্স প্রিজারভেশন’ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব পানি দিবস-২০২৫ উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।


বিজ্ঞাপন


সভায় বক্তারা বলেন, পানি অপচয়রোধে যার যার জায়গা থেকে সাশ্রয়ী হতে হবে।

আরও পড়ুন

অভিযান জরিমানায়ও বন্ধ করা যাচ্ছে না বান্দরবানের অবৈধ ইটভাটা

পৃথিবীতে দিনে দিনে মিষ্টি পানির পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য আমরা নিজে যদি অপচয় কম করি তাহলে তা রোধ করা সম্ভব। নাটোরে যে নদীগুলো রয়েছে, সে নদীগুলো খনন করে পানির গতিপথ নিয়ন্ত্রণ করতে হবে। নাটোরে যে আমাদের পদ্মা নদী রয়েছে। সে নদীকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এ নদী থেকে কৃষকরা যে সহজে পানি ব্যবহার করে শস্য উৎপাদন করতে পারে সেজন্য কাজ করতে হবে। যার যার জায়গা থেকে পানির অপচয়রোধে সচেতন হতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা পারভিন নেলি, নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল কবির ভূঞা, নাটোর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub