সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিখ্যাত মাঠা বিক্রেতা কমল ঘোষের কারখানায় অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১০:২২ এএম

শেয়ার করুন:

loading/img
বিখ্যাত মাঠা বিক্রেতা কমল ঘোষের কারখানায় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদি বাজার এলাকার সুখ্যাত কমল ঘোষের মাঠার কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ’ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে আলোচনা মাঠা বিক্রেতা কমল ঘোষকে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল এগারোটা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মাকহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


IMG-20250318-WA0007

এসময় ‘সৃজন ভাণ্ডার’ নামক কমল ঘোষের মাঠার কারখানায় মনিটরিংকালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করা হচ্ছে। এসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মাঠা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।

thumbnail_Screenshot_20250318_191326_Chrome

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুরো রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub