সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোর চাচার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটির কিশোর চাচা রাবিউল ইসলামের (১৫) বিরুদ্ধে ।

রোববার (১৬ মার্চ) বিকেলে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ৮টায় লালমনিরহাট সদর হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।

আরও পড়ুন

চৌগাছায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

অভিযুক্ত ধর্ষক রাবিউল ইসলাম সারডুবি কানারবাজার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রোববার বিকেলে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে রাত সাড়ে আটটায় অভিযুক্ত ধর্ষক রাবিউলকে গ্রেফতার করে পুলিশ।

শিশুটির বাবা বলেন, ধর্ষক রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন