ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী লাঠিসোঁটা, ছুরি, রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আদালতের বিরুদ্ধে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আইনজীবীদের ওপর আকস্মিকভাবে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের আইনজীবীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাত রেজুয়ান বাবু, বাবু, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, অ্যাডভোকেট জামিল হাসান তাপস ও সদস্য অ্যাডভোকেট আছিমুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা করে।
তারা আইনজীবীদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীরা আইনজীবীদের অপহরণ করার চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
এই সন্ত্রাসীরা আইনজীবী সমিতির অফিসসহ আইনজীবীদের অফিসে প্রকাশ্যে হামলা করার কথা বলছে। আমরা ন্যূনতম হামলার শিকার হলে এর দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হব।
উল্লেখ্য, গতকাল দু’টি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দু’টির আসামির পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা। এসময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান ও বারের সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী ও ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়।
প্রতিনিধি/এসএস