বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খনার বচন আর গ্রামীণ গানে জমে উঠেছে কেন্দুয়ার চৈত্র সংক্রান্তির মেলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

খনার বচন আর গ্রামীণ গানে জমে উঠেছে কেন্দুয়ার চৈত্র সংক্রান্তির মেলা

চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ—এই দুই দিনের সন্ধিক্ষণে নেত্রকোনার কেন্দুয়ায় আঙ্গারোয়া গ্রামে বসেছে এক ব্যতিক্রমধর্মী মেলা। গ্রামীণ সংস্কৃতি, কৃষি আর লোকজ জ্ঞানের আধার খনার বচনকে কেন্দ্র করেই জমে উঠেছে এ আয়োজন।

রোববার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেলার শুভ সূচনা হয়। আয়োজনে ছিল গান, পালাগান, কবিতা, কিচ্ছাপালা, বাউল সংগীত ও গাইন গীতের মধ্য দিয়ে খনার বচনের তাৎপর্য তুলে ধরা। মঙ্গলঘর পরিসরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলা চলবে সোমবার পহেলা বৈশাখের ভোর পর্যন্ত।


বিজ্ঞাপন


স্থানীয়দের সহায়তায় মেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান ‘কুল এক্সপোজার’। আয়োজকরা জানান, লোকজ সংগীত, কৃষিভিত্তিক প্রদর্শনী, দেশীয় বীজ বিনিময়, স্বাস্থ্য-পরিবেশ নিয়ে আলোচনা—সব মিলিয়ে চৈত্র সংক্রান্তিকে ঘিরে গড়ে তোলা হয়েছে এক সাংস্কৃতিক উৎসব।

মেলায় গান পরিবেশন করেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার, প্রবীণ কৃষক-বাউল মিয়া হোসেন, শেফালি গায়েন, শিল্পী কফিল আহমেদ প্রমুখ। আরও অংশ নেন কৃষ্ণকলি ও তাঁর দল, ব্যান্ড ‘সহজিয়া’, ‘সমগীত’, ‘চিৎকার’, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের কৃষক-শিল্পী দুদু কাঞ্চন ও দুলাল চিশতি।

“জল ভালো ভাসা / মানুষ ভালো চাষা” — এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা পর্ব। অংশগ্রহণ করেন লেখক ও গবেষক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী বীথি ঘোষ, কবি আসমা বীথি, আবুল কালাম আল আজাদ, লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস ও মঙ্গলঘরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী।

khana


বিজ্ঞাপন


পরিবেশের কথা মাথায় রেখে পুরো মেলায় প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। খনার প্রাচীন জ্ঞান আর গ্রামীণ জীবনের গভীর সম্পর্ককে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর