মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেবার নামে হয়রানির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১০ মার্চ) সকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


‘সেবার নামে হয়রানি বন্ধ করো, করতে হবে। বদমেজাজি ওসির প্রত্যাহার চাই। কয়রা থানায় দালালের দৌরাত্ম্য বন্ধ করো, করতে হবে। সালিশি বাণিজ্য বন্ধ করো, করতে হবে’ লেখাসহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

মানববন্ধনে মোকলেসুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার মেয়ে শ্বশুর বাড়িতে প্রায়ই নিগৃহীত হয়ে আসছে। সে কারণে অভিমানে কোথাও চলে গেছে হয়ত। মেয়ের সন্ধানের জন্য গত শুক্রবার ওসি স্যারের কাছে নিখোঁজ ডায়েরি করতে গেলে উলটো তিনি আমাকে অপমান করেন। এসময় আমার সঙ্গে থাকা আমার ফুফাতো ভাই ওসি স্যারের কথার প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি এ ঘটনার প্রতিকার দাবি করেন এবং ওসির প্রত্যাহারের দাবি জানান।

Messenger_creation_117BA41B-706E-437F-829E-3EDBF7042ED5


বিজ্ঞাপন


আরেক ভুক্তভোগী ইউনুস আলী বলেন, আমার ভাতিজি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে থানায় ডায়েরি করতে গেলে ওসি আমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমার ভাতিজিকে নিয়েও কটূক্তি করেন। আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। ওসির এই হুমকিতে আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর