মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম।
আবুল হোসেন সিংগাইর উপজেলার দক্ষিণ আজিমপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৭ মার্চ থেকে আবুল হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সোমবার তার মা নবিজান থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। পরে আজ সকালে স্থানীয়রা নিহতের বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে আবুল হোসেনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আবুল হোসেন এর লাশ উদ্ধার করে।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, আবুল হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি