মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাকিব খানের বাবা-মা খুব সহজ সরল: বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড সুপারস্টার শাকিব খান গত মার্চ মাসের ২৮ তারিখে একচল্লিশ পেরিয়ে বিয়াল্লিশে পা রেখেছেন। এ বছর জন্মদিন রোজার মধ্যে হওয়ায় কোনো আয়োজন ছাড়া ঘরোয়া ভাবেই উৎযাপন করেছেন কিং খান। 

অভিনেতার জন্মদিনের একদিন পর অর্থাৎ ২৯ মার্চ ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এক পোস্টে লিখেছিলেন, ‘পুরো মার্চ মাস টাই বাবা ছেলে নিয়ে নিয়েছে। জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’ ওই পোস্টে দেখা গেছে খান সাহেবের ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে মেতেছে অভিনেতা।  


বিজ্ঞাপন


bubly

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ওইদিনের পোস্ট প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মার্চ মাস টা অভিনেত্রীর জন্য স্পেশাল কারণ এই মাসের ২১ তারিখে ছেলে শেহজাত খানের জন্মদিন। ২৮ মার্চ শেহজাদের বাবার জন্মদিন। আবার এ মাসেই ঈদুল ফিতর।’

শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার: শাকিব খান

তিনি যোগ করেন, ‘জন্মদিনকে ঘিরে পরিবারের মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। শেহজাদের জন্মদিনে বাবা-মা সবাই ঘটা করে উৎযাপন করে। সবাই ছেলের জন্য একসাথে দোয়া করে। একইভাবে যখন শাকিবের জন্মদিন আসে তখন সবাই মিলে ঘরয়োভাবে তা উৎযাপন করা হয়। একদম পারিবারিক আবহে। তখন জন্মদিনের আনন্দটা সবার মাঝেই কাজ করে।’


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদযাপন 

শাকিবের বাবা-মায়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা প্রাক্তন স্ত্রী বুবলী। সবশেষ তিনি বলেন, ‘শেহজাতের দাদা-দাদি খুব সহজ সরল। পরিবারের অন্যরাও অনেক ভালো। জন্মদিনের আয়োজনে বাবা-মা দোয়া করে দেই।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর