সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

অনুমোদনহীন ডিটারজেন্ট, সাবান ও বেকারি পণ্য উৎপাদন করায় জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

অনুমোদনহীন ডিটারজেন্ট, সাবান ও বেকারি পণ্য উৎপাদন করায় ফেনীর ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম এ জরিমানা করেন।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নুহা ইউনিক প্রাইভেট লিমিটেড সাবান ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সাবান ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে ডিটারজেন্ট পাউডার ও সাবান উৎপাদন করায় প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

মেহেরপুরে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

অপরদিকে পৌর শহরে বিসমিল্লাহ সুপার বেকারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে লোগো ব্যবহার, বেকারিতে খাদ্য পণ্য উৎপাদন করা ও সঠিক পরিমাপ না থাকার বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের কুমিল্লা অঞ্চলের পরিদর্শক মো. জিল্লুর রহমান ও দাগনভূঞা থানা পুলিশের একটি দল সহায়তা করে।


বিজ্ঞাপন


দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, ভেজাল নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন