নাটোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণে বিশাল শোভাযাত্রা বের করে জেলা বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে মহিষ, ঘোড়ার গাড়ি নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
বিজ্ঞাপন
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে শহরের মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মিজ আসমা শাহীন ও পুলিশ সুপার আমজাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নাটোর রানি ভবানী রাজবাড়ি চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
প্রতিনিধি/ এমইউ