দিনাজপুরের বোচাগঞ্জে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এতে চিরচেনা গ্রাম বাংলার নানান ঐতিহ্য তুলে ধরে রঙিন পোশাকে অংশগ্রহণ করেছে সব শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিজ্ঞাপন
এরপর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেতাবগঞ্জ বড় মাঠে এসে শেষ হয়। এরপর সেতাবগঞ্জ বড় মাঠে পাঁচ দিনের মেলার উদ্বোধন করা হয়।
এ বৈশাখি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন - সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আব্দুস সাত্তার, সদস্য সচিব মো. শামসুল আলম।
প্রতিনিধি/ এমইউ