টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়।
আনন্দ শোভাযাত্রা পর জনসেবা চত্বরে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
প্রতিনিধি/এসএস